কয়েকদিন বিরতির পর আজ থেকে সারাদেশে শীতের মাত্রা বেড়েছে। দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোর থেকে সারাদেশে পড়ছে ঘন কুয়াশা। হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এভাবে ক্রমশ তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে টানা ৬ দিন। সেই সঙ্গে ঢাকায় আজ দিনভর শীত অনুভূত হতে পারে।
Advertisement
আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জাগো নিউজকে বলেন, আজ বুধবার খুলনা ও চট্টগ্রাম ছাড়া সব জায়গায় শীতের মাত্রা বেশি থাকবে। এই দুই বিভাগ ছাড়া বাকিগুলোতে আজ দিনের বেলায় সূর্যের দেখা নাও মিলতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। দেশের উত্তারঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে পারে।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, গেলো কয়েকদিনের চেয়ে বুধবার থেকে শীত আরও বাড়তে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হবে। রাজধানীতে শৈত্যপ্রবাহ হতে পারে তবে তা এখনি বলা যাচ্ছে না।
Advertisement
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস যশোরে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এসএনআর/এএসএম