দেশজুড়ে

বাজারে চাঁদা দাবি করে হামলা, ৮ জনকে কুপিয়ে জখম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চাঁদার দাবিতে হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে জখম করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় সেনাবাহিনী অভিযুক্ত তিনজনকে আটক করে লক্ষ্মীপুরের রামগতি থানায় সোপর্দ করেছে।

Advertisement

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বয়ারচরের টাংকি বাজারে এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আহতরা হলেন, আবদুর রব ব্যাপারী (৫৫), মোতাহার মাঝি (৫০), নুর মোহাম্মদ (৩০), মোস্তু মিয়া (৫০), মোস্তফা (৬৫), ইদ্রিস (৩৫), জামসেদ (৩২) ও আশরাফ (২৫)। তাদেরকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরের রামগতির ফরিদ বাহিনীর প্রধান ফরিদের নেতৃত্বে দুপুর ১২টার দিকে ২৪-২৫ জনের অস্ত্রধারী দল এ হামলা চালায়। হাতিয়ার টাংকির ঘাটে চাঁদাবাজি করতে বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটানো হয়।

Advertisement

আহত মোতাহার মাঝি ও জামসেদ বলেন, কয়েক মাস যাবৎ বয়ারচরের বাসিন্দাদের থেকে চাঁদার জন্য চাপ দিয়ে আসছেন ফরিদ। চাঁদা দিতে অস্বীকার করায় তিনি ক্ষিপ্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে হামলা চালালে ডাকাতদল ভেবে জনগণ প্রতিরোধ করে। এ সময় আমাদেরকে কুপিয়ে জখম করে।

লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জাগো নিউজকে বলেন, সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় দিয়েছে। ঘটনাস্থল কোথায় তা যাচাই-বাছাই করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম।

তিনি জাগো নিউজকে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম