জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. সরওয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্তি কমিশনার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশনার, রাজশাহী সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম কমিশনার ও এসবির পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমানকে হবিগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বর্তমানে ঢাকা রেঞ্জে ডিআইজি অফিসে কর্মরত এসপি মো. আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Advertisement

টিটি/এমকেআর/এমএস