শিক্ষা

প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানালেন শিক্ষার্থীরা

সরকারি তিতুমীর কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ে’ রূপান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ে একটি কমিটিও গঠন করেছে সরকার।

Advertisement

তবে সেই কমিটি প্রতিবেদন দেওয়ার আগেই কলেজের প্রধান ফটকে তিতুমীর কলেজ লেখা ঢেকে দিয়ে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন একদল শিক্ষার্থী।

আরও পড়ুন তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি মহাখালীতে ট্রেনে ইট ছুড়ছেন শিক্ষার্থীরা, রক্তাক্ত শিশুসহ অনেকে

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে যান। পরে তারা ফটকের ওপর উঠে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেন। এসময় শিক্ষার্থীরা ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, আন্দোলনের মুখে সরকার একটি কমিটি করেছে। কিন্তু সেই কমিটির কোনো কাজ দৃশ্যমান নয়। এ কারণে তারা আবারও কর্মসূচি দিয়ে রাস্তায় নামতে চান। তার পরিপ্রেক্ষিতে আজ কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। আগামীতে দাবি আদায়ে আরও কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

Advertisement

এএএইচ/এমকেআর/এএসএম