বিনোদন

বিয়ের পর সিঁথিকে নিয়ে তাহসানের চমক

জীবনের দারুণ সময় কাটাচ্ছেন গায়ক-অভিনেতা তাহসান খান। কারণ কয়েকদিন আগেই বিয়ে করেছেন তিনি। বছরের শুরুতে ব্যক্তিজীবনে ভালো থাকার পাশাপাশি, কর্মজীবনেও দারুণ আলো ছড়ালেন। বিয়ের সুখবরের দুদিনের মাথায় প্রকাশ করলেন নিজের কথা, সুর ও কণ্ঠে নতুন গান ‘একা ঘর আমার’।

Advertisement

নতুন প্রজন্মের গায়িকা সিঁথি সাহাকে নিয়ে গাওয়া এই গানের ভিডিওতে দুজনে মডেল হয়েও মুগ্ধতা ছড়ালেন। তারই রেশ মিললো ৬ ডিসেম্বর রাতে রাজধানীর এক বর্ণাঢ্য প্রকাশনা উৎসবে। এদিন তাহসান-সিঁথির উপস্থিতিতে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলো ব্যয়বহুল মিউজিক ভিডিওটি। যা প্রকাশের পরই মুগ্ধতা ছড়িয়ে চলেছে শ্রোতা-দর্শক মহলে।

এদিকে প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তাহসান বলেন, ‘প্রতিবছরই কাজের পরিকল্পনা করি। যদিও গতবছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। বছরের প্রথম মাসেই চারটি গান করেছি। এর মধ্যে শুরুটা করলাম, ‘একা ঘর আমার’ দিয়ে।’’

‘একা ঘর আমার’ প্রসঙ্গে গানটির এই গীতিকার-সুরকার-শিল্পী বলেন, ‘প্রেম নিয়ে এতো এতো গান লেখা হয়েছে, এতো ভালো ভালো গীতিকার গান লিখেছেন। এ কারণে আমি ভেবেছি, প্রেমের ঠিক কোন বিষয়টি নিয়ে গান লেখা হয়নি। তখন মনে হলো, মানুষ যখন কারো প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনো হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন। আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা।’

Advertisement

গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে গানটি প্রসঙ্গে কথা বলেছেন।

‘একা ঘর আমার’ প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যত দিন থাকবে, স্যাডনেস ততোদিন থাকবে। এই গানটাও স্যাড রোমান্টিক। চমৎকার একটি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।’

আরও পড়ুন: হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা? লুৎফর হাসানের কথায় মিতুর কণ্ঠে নতুন গান

‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনও গান প্রযোজনা করেছে। সেজন্যই এটি নিয়ে প্রতিষ্ঠানটির বাড়তি যত্ন চোখে পড়েছে।

একা ঘর আমার:

Advertisement

এমআই/এমএমএফ/এএসএম