আন্তর্জাতিক

তিব্বতের ভূমিকম্পে কাঁপলো কলকাতাও

শীতের সাতসকালে কেঁপে উঠলো কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৬টা ৩৫ এর দিকে কেঁপে ওঠে কলকাতা। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সেই সঙ্গে ঠিক কত মাত্রার কম্পন অনুভূত হয়েছে, সেটিও জানায়নি আবহাওয়া দপ্তর।

Advertisement

প্রায় ১ মিনিট ধরে অনুভূতি হয় কম্পন। প্রথম কম্পনের প্রায় আধঘন্টা পরে আরও একবার কম্পন অনুভত হয়। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা নাগাদ। তবে এই কম্পনের ফলে কোন ক্ষয়ক্ষতি হয় নি।

কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর ২৪ পরগনাসহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, দার্জিলিংয়েও কম্পন অনুভূত হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারেও এই কম্পন অনুভূতি হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল দার্জিলিং থেকে ১৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমে নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ও তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। সেখানকার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১।

Advertisement

ডিডি/এসএএইচ