ইমার্জেন্সি ক্রাইসিস ম্যানেজমেন্ট নামে নতুন একটি সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে হামযা মাহবুবকে সেল সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (৭ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সেলের সদস্যরা হলেন, মোহাম্মদ আরমানুল ইসলাম, মাহবুব-ই-খোদা, শেখ তারেক জামিল তাজ, মুহাম্মদ উসামা, সাঈদ আফ্রিদি, মো.হেলাল উদ্দিন নাঈম এবং মো. ইমাম হোসাইন ইমন।
আরও পড়ুন>>>সংগঠন গতিশীল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন সেল গঠনএর আগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন সেল’ নামে নতুন সেল গঠন করে সংগঠনটি।
Advertisement
এনএস/এসআইটি/জেআইএম