জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ মোতায়েন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট ও চাঁদাবাজিমুক্ত করে ঈদে ঘরে ফেরা মানুষকে স্বস্তি দিতে পুলিশের বিশেষ টহল শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা ও হাইওয়ে পুলিশ যৌথভাবে মহানগরী থেকে ফেনীর মুহুরী ব্রিজ পর্যন্ত এলাকায় দায়িত্ব পালন করবে। পুলিশের এই বিশেষ টহল ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত চলবে।এ বিষয়ে চট্টগ্রাম জেলা ট্রাফিক ইনস্পেক্টর মীর গোলাম ফারুক ভূঁইয়া জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখা ও দুর্ঘটনা কমানোর মাধ্যমে ঈদ যাত্রীদের নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে প্রতিবছরের মত এবারো জেলা ও হাইওয়ে পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান শুরু করেছে।জানা গেছে, গতকাল রোববার থেকে শুরু হওয়া এই অভিযানে ৩২৮ জন পুলিশ সদস্য অংশ নিয়েছেন। এর মধ্যে ২০ জন মহিলা পুলিশও রয়েছেন। চারটি সেক্টরের অধীনে ছয়টি সাব সেক্টরে ভাগ হয়ে এসব পুলিশ সদস্য চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে ফেনী সীমান্তের মুহুরী ব্রীজ এলাকা পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।দুইজন এডিশনাল এসপি ও চারজন এএসপি তাদের নির্দেশনা প্রদান করে সড়ক যানজটমুক্ত করতে নিয়োজিত রাখবেন। আর পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন চট্টগ্রাম পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার।

Advertisement