জাতীয়

বায়ুদূষণবিরোধী অভিযানে সোয়া কোটি টাকা জরিমানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযানে মোট এক কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Advertisement

সোমবার (৬ জানুয়ারি) সারাদেশে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১১টি ইটভাটা ভেঙে দেওয়া ও ১৫টি ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে সাতজন চালককে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। শব্দ-দূষণ প্রতিরোধে আরও একটি ভ্রাম্যমাণ আদালত সাতটি যানবাহনের চালককে সতর্ক করেন এবং তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করেন।

পলিথিন-বিরোধী অভিযানে একটি ভ্রাম্যমাণ আদালত তিনটি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রাখার অপরাধে তিনটি ভ্রাম্যমাণ আদালত ৬টি প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া সাভার উপজেলায় একটি চারকোল কারখানার কার্যক্রম বন্ধ করা হয়।

Advertisement

পরিবেশ অধিদপ্তর জানায়, চলতি বছরের ২ থেকে ৬ জানুয়ারি মোট ৩৫টি ভ্রাম্যমাণ আদালত ৯৭টি মামলার মাধ্যমে ২ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৩২টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ এবং ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পরিবেশ মন্ত্রণালয়ের দূষণবিরোধী এ বিশেষ অভিযান চলমান থাকবে।

আরএএস/এমএএইচ/

Advertisement