জাতীয়

মিরপুরে মোটরসাইকেলের গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ফায়ার সার্ভিস ট্রেনিং কেন্দ্রের বিপরীত পাশে মোটরসাইকেলের গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

Advertisement

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

Advertisement

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও জানা যায়নি।

টিটি/বিএ/এএসএম