দেশজুড়ে

নারায়ণগঞ্জে ১০ ইটভাটা মালিকের ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে ১০ ইটভাটা মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দিনব্যাপী ফতুল্লার বক্তাবলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার নিউ ন্যাশনাল ব্রিকের দুটি ভাটাকে দুই লাখ টাকা, চর বক্তাবলী পূর্ব গোপালনগর এলাকার মেসার্স তাজ ব্রিকস ম্যানুফেকচারিংকে এক লাখ, মেসার্স নজরুল ব্রিকসকে দুই লাখ, মেসার্স খাদিজা ব্রিকসকে দুই লাখ, মেসার্স নিজাম ব্রিকসকে এক লাখ, মেসার্স বিছমিল্লাহ ব্রিকসকে ২ লাখ, সান ব্রিকসকে দুই লাখ, মেসার্স এ এস বি ব্রিকসকে দুই লাখ ও মেসার্স বোখারি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক এএইচএম রাশেদ ও সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

Advertisement