বিনোদন

রোবটের সঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্টের রোমান্স প্রকাশ্যে!

হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট আবারও রোমান্স দিয়ে আলোচনায়। প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা ‘লাভ মি’-এর ট্রেলার। সেখানে ক্রিস্টেন স্টুয়ার্টকে স্টিভেন ইয়েনের সঙ্গে জুটি হয়ে অভিনয় করতে দেখা যাবে। ট্রেলারে মিলেছে জমজমাট রোমান্টিক এক গল্পের আভাস।

Advertisement

ট্রেলার দেখে ধারণা করা যাচ্ছে ‘লাভ মি’ হতে যাচ্ছে একটি অস্বাভাবিক এবং মনে দাগ কাটবে এমন গল্পের সিনেমা। এতে ভালোবাসা, পরিচয় এবং অস্তিত্বের প্রশ্নের মধ্য দিয়ে মানবতার বিলুপ্তির পর এক দৃষ্টিনন্দন ভবিষ্যতের চিত্র তুলে ধরা হবে।

ছবিটি পরিচালনা করেছেন সাম ও অ্যান্ডি জুচেরো। এটি তাদের পরিচালনায় প্রথম সিনেমা। এখানে স্টুয়ার্ট এবং ইয়েন অভিনয় করেছেন দুই রোবট চরিত্র হিসেবে। স্মার্ট বুই ডেজা চরিত্রে দেখা যাবে স্টুয়ার্টকে এবং একটি স্যাটেলাইট লিয়াম চরিত্রে আসবেন ইয়েন।

মানবতার বিলুপ্তির বহু পরে তারা অনলাইনে পরিচিত হন এবং পৃথিবীর হারানো ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তারা পৃথিবী ও মানবতার জীবনযাত্রা সম্পর্কে জানতে শুরু করেন। একে অপরকে ভালোবাসতে শুরু করেন এবং ও অস্তিত্বের গভীরতা বুঝতে চেষ্টা করেন তারা।

Advertisement

‘লাভ মি’ সিনেমাটি চলতি মাসের ৩১ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানাদেশের সিনেমাগুলোতে মুক্তি পাবে। তবে যুক্তরাজ্যে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

এলআইএ/জিকেএস