রাজধানীর সবুজবাগের পূর্ব মাদারটেক বনবিহার এলাকার একটি বাসায় রাকিবা আক্তার উর্মির (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
রোববার (৫ জানুয়ারি) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক মোছা. ফাতেমা আক্তার জানান, আমরা খবর পেয়ে সবুজবাগের পূর্ব মাদারটেক বনবিহার এলাকার একটি বাসা থেকে উর্মির মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:রাজধানীতে সোনালী ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধারতিনি জানান, স্থানীয়দের কাছে জানতে পারি উর্মির স্বামী বাবু পাইলিংয়ের কাজ করতেন। স্বামী-স্ত্রী কলহের জেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
Advertisement
নিহতের বাড়ি মালিক মাসুমা আক্তার বলেন, নিহত উর্মি গৃহিণী ছিলেন। তার স্বামী পাইলিংয়ের কাজ করতেন। সংসারে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
কাজী আল-আমিন/এমআরএম/জেআইএম