লাইফস্টাইল

ডালিমের ক্ষীর

ডালিম খেলে ভালোবাসেন কমবেশি সবাই। বিশেষ করে ডালিমের জুস সবারই পছন্দের। এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। তবে চাইলে কিন্তু ডালিমের ক্ষীরও তৈরি করতে পারেন।

Advertisement

একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। মিষ্টিমুখ করতে কিংবা খাবারের শেষ পাতে ডালিমের ক্ষীর রাখলে কিন্তু মন্দ হয় না। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক ডালিমের ক্ষীর তৈরির রেসিপি-

উপকরণ

১. ডালিম ৩টি২. দুধ আধা লিটার ৩. গুঁড়া দুধ আধা কাপ ৪. কনডেন্সড মিল্ক ১/৪ কাপ ৫. দারুচিনি গুঁড়া আধা চা চামচ ও৬. চেরি ও আলমন্ড প্রয়োজনমতো।

আরও পড়ুন

Advertisement

নতুন ভাইরাস ‘এইচএমপিভি’, ছড়িয়ে পড়ছে যেভাবেশীতে গরম নাকি ঠান্ডা পানি পান করা উচিত? পদ্ধতি

ডালিমের দানা ছাড়িয়ে গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নিন। এরপর গুঁড়া দুধ অল্প দুধে গুলে নিন। একটি সসপ্যানে দুধ ফুটিয়ে নিন আঁচ কমিয়ে। ক্রমাগত নাড়তে হবে। দুধ অর্ধেক হলে দুধে গুলে রাখা গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে আবারও নাড়তে থাকুন।

এবার কনডেন্সড মিল্ক ও বেদানার পেস্ট মিশিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হলে দারচিনি গুঁড়া মিশিয়ে দিয়ে নামিয়ে নিন। এরপর চেরি, ডালিমের দানা বা আলমন্ড দিয়ে গর্নিস করে পরিবেশন করুন।

জেএমএস/জেআইএম

Advertisement