বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
শুক্রবার (৩ জানুয়ারি) ছত্তিসগড়ের বিজাপুর জেলার একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মুকেশের মরদেহ উদ্ধার হয়। তার মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা ছত্তিসগড়ে। এরই মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই অভিযুক্তদের মধ্যে মুকেশের এক তুতো ভাইও আছেন।
বাংলাদেশি কিশোরী পাচার, তিন ভারতীয়র যাবজ্জীবন কারাদণ্ডবাংলাদেশি কিশোরীকে অবৈধভাবে ভারতে পাচারের অভিযোগে এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নদীয়ার রানাঘাটের ফাস্ট ট্রাক আদালতের বিচারপতি মনোদীপ দাশগুপ্ত। জানা গেছে, ২০২১ সালের আগস্ট মাসের শেষের দিকে ধানতলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে আনার চেষ্টা হচ্ছিল।
ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্রইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা কংগ্রেসকে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির একজন কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউজ ছাড়ার দুই সপ্তাহ আগে এমন পরিকল্পনার কথা জানানো হলো।
Advertisement
রোববার (৫ জানুয়ারি) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার মানবিজ শহরের আশপাশের কয়েকটি গ্রামে গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ১০১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীর ৮৫ সদস্য ও কুর্দি-সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) ১৬ সদস্য রয়েছেন।
ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ভারতীয় কোস্টগার্ড বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) গুজরাটের পোরবন্দরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তুষারপাতে ঢেকে গেছে যুক্তরাজ্যতুষারপাতে ঢেকে গেছে যুক্তরাজ্যের বিভিন্ন শহর। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। স্কটল্যান্ডের বিশাল অংশ, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং পূর্ব ইংল্যান্ডে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বিলুপ্তির পথে কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিআধুনিক এই জামানায়ও দেশ-বিদেশের পর্যটকদের পছন্দের পরিবহন কলকাতার হলুদ-কালো ট্যাক্সি। তবে ধীরে ধীরে শহরের রাজপথ থেকে হারিয়ে যেতে শুরু করেছে কলকাতার ট্রাম। ঐতিহ্যবাহী ট্রামের পর রাজপথে আর দেখা যাবে না হলুদ-কালো ট্যাক্সিও। সময় যত গড়াচ্ছে আশঙ্কা ততই প্রকট হচ্ছে।
Advertisement
আলেকজান্ডার মার্তেমিয়ানভ নামের ওই সাংবাদিক ইজভেস্টিয়া সংবাদমাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলেন। রুশ-নিয়ন্ত্রিত শহর গোর্লিভকাতে সহকর্মীদের সঙ্গে গোলাগুলির খবর সংগ্রহ করে ফিরে আসার সময় তার গাড়িটি হামলার শিকার হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলাইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। একদিন আগেই হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানায়, তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চারটি মারকেভা ট্যাঙ্ক এবং হেলিকপ্টারে হামলা চালিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহতগাজা উপত্যকাজুড়ে শনিবার (৪ জানুয়ারি) ৩০ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। মেডিক্যাল কর্মী এবং উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে জানা গেছে।
এসএএইচ/জিকেএস