জাতীয়

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা এবং মহাসচিব হয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।

Advertisement

রোববার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম মিলনায়তনে সংগঠনের এক সভায় সমঝোতার মাধ্যমে ২০২৫ ও ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন ৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় ৯ জানুয়ারি সভা

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএএসএ’র অ্যাডহক কমিটির সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ ও মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান এবং অ্যাসোসিয়েশনের সদস্যদের কর্মকাল শেষ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নতুন কমিটি গঠিত হয়েছে। সভায় বিএএসএ’র ঢাকা ও আশপাশে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতনের পর সহস্র শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও বর্তমান বঞ্চনামুক্ত দেশ গড়ে তোলার যে প্রত্যয় ও অঙ্গীকার অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে, সেই অঙ্গীকারের সঙ্গে একাত্ম হয়ে বাস্তবায়নের লক্ষ্যে নতুন সভাপতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Advertisement

আরএমএম/ইএ/জিকেএস