সড়ক দুর্ঘটনা রোধে চট্টগ্রামে সাড়ে তিনশ’ চালককে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। রোববার (৫ জানুয়ারি) চট্টগ্রামের বায়েজিদ বিআরটিসি ট্রাক ডিপোতে পেশাদার গাড়ি চালকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
Advertisement
মূলত পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে বাধ্যতামূলকভাবে প্রতি সপ্তাহে এ রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) কীর্তিমান চাকমা, বিআরটিএ, চট্টমেট্রো সার্কেল-২-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বায়েজিদ বিআরটিসি ট্রাক ডিপো ম্যানেজার (অপারেশন) মো. কামরুজ্জামান, বিআরটিএ চট্টমেট্রো সার্কেল-২-এর মোটরযান পরিদর্শক পলাশ খীসা ও মেহেদী হাসান এবং সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈম।
আরও পড়ুন পরিবহনের রুট পারমিট বাতিলসহ ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিকর্মশালায় সড়কে মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরণ করা হয়।
প্রশিক্ষণ শেষে উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী জানান, পেশাদার ড্রাইভারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রতি সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের তিনশত টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়। রোববারের প্রশিক্ষণে সর্বমোট ৩৩৫ জন পেশাদার গাড়িচালক প্রশিক্ষণ গ্রহণ করেন।
Advertisement
এমডিআইএইচ/এমআরএম/জিকেএস