কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বাচ্চা প্রসবের সময় একটি হাতির মৃত্যু হয়েছে। পরে বাচ্চা (শাবক) হাতিটি বন বিভাগ উদ্ধার করে।
Advertisement
রোববার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার হোয়াইক্যং রেঞ্জের হরিখোলার গহীন পাহাড় থেকে শাবকটি উদ্ধার করা হয়।
হোয়াইক্যং হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হরিখোলার গহীন পাহাড়ে একটি বন্য হাতি বাচ্চা প্রসব করার সময় মৃত্যু হয়। বিকেলে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে হাতির বাচ্চাটি উদ্ধারের পরে বন বিভাগের অফিসে নিয়ে আসে। মৃত হাতিটা মাটিচাপা দেওয়া হবে।
জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস
Advertisement