গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালের জমি দখলের অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রফিকুল ইসলাম উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। তিনি গবিন্দগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
Advertisement
রোববার (৫ জানুয়ারি) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় রফিকুল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল বলেন, ‘দলের শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক ঐক্য সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য। রফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Advertisement
জানা গেছে, চেয়ারম্যান পদ ও বিএনপির দলীয় প্রভাব খাটিয়ে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম স্থানীয় ফিলোমিনা হাজদা (৫৫) নামে এক সাঁওতাল নারীর জমি দখলের উদ্দেশ্যে মারধর এবং তার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠে। শুক্রবার রাত ১১টার দিকে চেয়ারম্যানের লোকজন ফিলোমিনা হাজদার বাড়িতে আগুন দেয় বলে তার পরিবার দাবি করে। ঘটনার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। মারধরে আহত ফিলোমিনা হাজদা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
এ এইচ শামীম/এএইচ/জিকেএস
Advertisement