বিনোদন

নতুন বছরে সিংহের রাজত্ব

মুক্তির পর পিছিয়ে থাকলেও নতুন বছরটা শুরু হলো সিংহের রাজত্ব দিয়েই। বক্স অফিসে নতুন বছরের প্রথম সপ্তাহে বাজিমাত করেছে ‘মুফাসা : দ্য লায়ন কিং’ সিনেমাটি। আর পিছিয়ে গেল এগিয়ে থাকা ‘সনিক ৩’। তবে দুই ছবি মিলিয়ে হলিউডের ২০২৫ সাল শুরু করাটা বেশ দারুণ হংয়েছে।

Advertisement

ভ্যারাইটির দেয়া তথ্যমতে, চলমান ছুটিতে বক্স অফিসে দাপট দেখিয়েছে ‘মুফাসা’। এর মধ্য দিয়ে ছবিটি প্রথমবারের মতো আয়ের তালিকায় সপ্তাহের শীর্ষ অবস্থানে পৌঁছেছে। শুক্রবার ৭.৬ মিলিয়ন ডলার আয় করেছে সিংহদের গল্পের ছবিটি। ডুডল ডিজিটাল অ্যানিমেশন নিয়ে বানানো এই ডি‌জনি প্রিক্যুয়েল এখন পর্যন্ত ১৫০ মিলিয়ন ডলার আয়ের মুখ দেখেছে।

এদিকে ‘সনিক দ্য হেজহগ ৩’ শুক্রবারে ৬.৯ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। ছবিটি এখন পর্যন্ত ১৭০ মিলিয়ন ডলার আয় করেছে।

তৃতীয় স্থানে আছে ‘নসফেরাতু’। এটি ৪.২ মিলিয়ন ডলার আয় করেছে গেল সপ্তাহে। আর ছবির মোট ৬৯ মিলিয়ন ডলার। ‘মোয়ানা ২’ চতুর্থ স্থানে রয়েছে ৪.১ মিলিয়ন ডলার আয় করে। তবে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৯০০ মিলিয়ন ডলারেরও বেশ আয় করে চমক দেখিয়েছে সিনেমাটি।

Advertisement

আর পঞ্চম স্থানে রয়েছে আরেকটি ব্লকবাস্টার সিনেমা ‘উইকেড’। এটি ১০.২ মিলিয়ন ডলার আয় করে মোট ৪৫০ মিলিয়ন ডলার আয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

এলআইএ/জেআইএম