ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম বলেছেন, ‘৩৬ জুলাইয়ের পরপরই আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে আসছি। বিভাজনের দিকে অগ্রসর হলেই পতিত ফ্যাসিস্ট স্বাভাবিকভাবেই ফ্লোর পাবে সংগঠিত হওয়ার জন্য। ঐক্য নির্মাণের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি, বসেছি, অনুরোধ করেছি।’
Advertisement
রোববার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এসব কথা লেখেন। ‘কিন্তু এখন দেখা যাচ্ছে ঐক্য থেকে দিন দিন দূরে চলে যাচ্ছি, ফ্যাসিবাদের বয়ানের দিকে ধাবিত হচ্ছি ক্রমান্বয়ে।’
আরও পড়ুন:পঁচিশে ঘুরে দাঁড়াবার প্রত্যয় আওয়ামী লীগেরসংঘাতের দিকে অগ্রসর হওয়া কখনই সুফল বয়ে আনবে না। আর কত রক্ত ঝরবে? আর কত শহীদ হবে? হাজার হাজার শহীদ চোখের সামনে দেখেছি।’
তিনি বলেন, ‘আমরা আর বিভাজন চাই না, মতাদর্শিক দূরত্বকে সম্মান জানিয়ে গঠনমূলক প্রতিযোগিতা জারি থাকুক। কমন সেট অব গোলস নিয়ে আসুন কাজ করি—দেশের জন্য, শহীদদের জন্য, জুলাইয়ের জন্য।
Advertisement
এএএম