দেশজুড়ে

নওগাঁয় বিএনপির দুই নেতা বহিষ্কার

শৃঙ্খলাভঙ্গের দায়ে নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বহিষ্কৃতরা হলেন, পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত করা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে দলীয় শৃঙ্খলা পরিপন্থি অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু তাহের চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের চৌধুরী বলেন, দলের সংবিধান অনুযায়ী সদস্যসচিব আমাদের প্রথামিক সদস্য পদ স্থগিত করতে পরেন না। দলীয় সংবিধানে সে ক্ষমতা তার নাই। সদস্য পদ স্থগিত করতে পারেন একমাত্র চেয়ারপারসন। আমাদের রাজনৈতিক ক্যারিয়ার নষ্টের জন্য পরিকল্পিত ভাবে এসব করেছেন। উনার নামে দলের হাইকমান্ডে আমরা অভিযোগ জানিয়েছি।

Advertisement

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন বলেন, সদস্যসচিব আমাদের কোনো ধরনের কারণদর্শানোর নোটিশ না দিয়ে এ আদেশ দিয়েছেন। সদস্যসচিব কখনো বহিষ্কার আদেশ দিতে পারেন না। উনি দলের হাইকমান্ডের কাছে সুপারিশ করতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ বলেন, গত জুন মাসে আনোয়ার হোসেনকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে আরেক জনকে আহ্বায়ক করা হয়েছে। তাকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ার পরও বিভিন্ন জায়গায় আহ্বায়ক পরিচয় দিয়ে চিঠি পাঠিয়েছেন। আমাদের বিভিন্ন ইউনিটের কাউন্সিল চলমান। উপজেলার বিভিন্ন ইউনিয়নে জেলা বিএনপি থেকে যে কাউন্সিল করার তারিখ দেয়া হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারাও একই তারিখে কাউন্সিলর তারিখ ঘোষণা করেছে। ফলে তাদের শৃঙ্খলা ভঙ্গের দায় দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আরমান হোসেন রুমন/আরএইচ/জিকেএস

Advertisement