ঘন কুয়াশার সঙ্গে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ।
Advertisement
দুদিন পর রোববার (৫ জানুয়ারি) সূর্যের দেখা মিললেও নেই উত্তাপ। এ যেন তাপহীন রোদ। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বৃষ্টির পানির মতো ঝরছে শিশির। যার ফলে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আর শীতের তীব্রতায় মানুষের কাজের গতিও কমে গেছে।
রোববার (৫ জানুয়ারি) এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এ মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বশেষ গত শুক্রবার ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গা সদরের আমিরপুর গ্রামের শ্রমিক সবেদ আলী বলেন, আজ দুদিন ধরে কাজ পাচ্ছি না। প্রতিদিনই কাজের সন্ধানে বাইরে আসছি কিন্তু কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। যেভাবে বাতাস বইছে, তাতে কাজ করাও কঠিন। আবার কাজ না করলেও পেট চালানো দায়।
Advertisement
চুয়াডাঙ্গা শহরের ভ্যানচালক মাসুম মিয়া বলেন, এই শীতে একদিন ইচ্ছা করেই কাজে বের হইনি। অন্যদিন বের হলেও ভাড়া হচ্ছে না। রাস্তাঘাটে যাত্রী নেই একদম। সকাল আর সন্ধ্যায়তো লোকজন একদমই কম। সূর্য উঠলে কিছু মানুষ বাইরে বের হয়, সূর্য না উঠলে তাও কেউ বের হয় না। অলস সময় কাটছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শৈত্যপ্রবাহ কেটেছে। তাপমাত্রাও খানিকটা বেড়েছে। কিন্তু বাতাসের গতিবেগ আর সূর্যের উত্তাপ না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রার কিছুটা উন্নতি হতে পারে। ১০ জানুয়ারি থেকে আবারো শৈত্যপ্রবাহ আসতে পারে।
হুসাইন মালিক/এফএ/এমএস
Advertisement