আইন-আদালত

অবকাশ-সরকারি ছুটি শেষে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম শুরু

অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে ১৭ দিন পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

Advertisement

রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৩টি বেঞ্চে এ কার্যক্রম চলবে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দেওয়া এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম চলছে।

অবকাশকালীন সময়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এবং হাইকোর্ট বিভাগে বেশকটি বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি ও নিষ্পত্তি হয়েছে।

আরও পড়ুন

Advertisement

সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা, প্রধান বিচারপতির উদ্বেগ

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওইদিন বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়।

এর আগে অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ গত ২০ ডিসেম্বর বেলা ৩টা ১০ মিনিটে ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এফএইচ/এসআইটি/এমএস

Advertisement