একুশে বইমেলা

এমদাদ হোসেনের ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’

অমর একুশে বইমেলা উপলক্ষে আসছে তরুণ কবি এমদাদ হোসেনের কবিতার বই ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদত হোসেন।

Advertisement

বইটি প্রকাশ করছে বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি বাতিঘর, পিবিএস, পাঠক সমাবেশ এবং রকমারিসহ ভিন্ন বুকশপে পাওয়া যাবে। বইমেলায় ভূমি প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।

আরও পড়ুন

প্রকাশিত হলো শফিক হাসানের ‘দেখি বাংলার মুখ’ আসছে জাহিদ নয়নের কবিতার বই ‘আততায়ী অন্ধকার’

কবি এমদাদ হোসেন বলেন, ‘পড়াশোনা এবং খণ্ডকালীন চাকরির পাশাপাশি কবিতাকে আত্মার মুক্তির মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। তাই স্বতঃস্ফূর্তভাবে ডুবে যাই শব্দের অন্বেষণে। কাব্যগ্রন্থটি এক অসীম শূন্যতার মাঝেও জীবনের রং, ছন্দ এবং অনুভূতির সূক্ষ্ম পরতগুলোকে তুলে ধরে।’

Advertisement

এমদাদ হোসেনের কবিতায় প্রতিফলিত হয়েছে সমাজের প্রতি গভীর পর্যবেক্ষণ এবং মানবিক দৃষ্টিভঙ্গি। শব্দের গাঁথুনিতে সৃষ্টি করেন মনোমুগ্ধকর ভুবন, যেখানে পাঠক হারিয়ে যেতে বাধ্য। এ গ্রন্থের মধ্য দিয়ে পাঠক নতুন কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত হবেন। তিনি আবেগ ও অভিজ্ঞতার মেলবন্ধনে সৃষ্টি করেছেন সৃজনশীল জগৎ।

এসইউ/এমএস