পাকিস্তানের বিপক্ষে কেপটাউনে এই টেস্ট দিয়ে ক্যারিয়ারে ১০ম টেস্ট খেলছেন রায়ান রিকেলটন। এর আগে মাত্র একটি সেঞ্চুরি করতে পেরেছিলেন তিনি। যেখানে ১০১ রান করে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই টপ অর্ডার ব্যাটার। তবে, কেপটাউনে ক্যারিয়ারের ১০ম টেস্টে সেরা ইনিংস উপহার দিয়েছেন তিনি।
Advertisement
রায়ান রিকেলটন আগেরদিনই সেঞ্চুরি করেছিলেন। টেম্বা বাভুমার সঙ্গে জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনই ইঙ্গিত দিয়েছিলেন বিশাল স্কোরের দিকে এগুচ্ছে প্রোটিয়ারা। ১০৬ রান করে বাভুমা আউট হয়ে গেলেও রায়ান রিকেলটন ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি পূরণ করে ফেলেন। শেষ পর্যন্ত ২৫৯ রানে গিয়ে মির হামজার বলে মোহাম্মদ আব্বাসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।
৬০৭ মিনিট ব্যাট করে ৩৪৩ বলে ২৯টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় সাজানো ছিল তার রান। শুধু রায়ান রিকেলটন আর টেম্বা বাভুমা নন, সেঞ্চুরি করেছেন আরও একজন। তিনি কাইল ভেরাইনি। ১৪৭ বলে সেঞ্চুরি করেই (১০০ রানে) আউট হয়ে যান তিনি।
ব্যাট হাতে দারুণ ইনিংস খেলেছেন মার্কো ইয়ানসেন। ৫৪ বলে ৬২ রান করেন তিনি। ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মারেন তিনি। কেশভ মাহারাজও ভালো ব্যাট করেন। ৩৫ বলে ৪০ রান করেন তিনি। ৪টি বাউন্ডারি মারলেন তিনি, সঙ্গে ২টি ছক্কার মারও ছিল। শেষ পর্যন্ত ৬১৫ রান করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
Advertisement
পাকিস্তানি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ আব্বাস ও সালমান আগা। ২টি করে উইকেট নেন মির হামজা ও খুররাম শাহজাদ।
জবাব দিতে নেমে অবশ্য, দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। ২০ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। শান মাসুদ ২ রানে, কামরান গুলাম ১২ এবং সউদ শাকিল আউট হন শূন্য রানে। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষ হয়েছে পাকিস্তানের ৩ উইকেটে ৬৪ রান নিয়ে। ৩১ রানে বাবর আজম ও ৯ রানে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান। এখনও ৫৫১ রান পিছিয়ে পাকিস্তান।
আইএইচএস/
Advertisement