ইরান ও বাংলাদেশ যৌথ বিনিয়োগে ব্যবসা-বাণিজ্যের লক্ষ্যে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি।
Advertisement
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের এসএস রোডে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও দুই দেশের পণ্য আমদানি-রপ্তানির বিষয়ে নানা দিক তুলে ধরেন।
সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল ও বিসিক শিল্পপার্কের নানা সুবিধা তুলে ধরে সেখানে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান। একইসঙ্গে জেলার দুগ্ধজাত পণ্য, তাঁত ও কম্বলশিল্প, সরিষা এবং দেশীয় প্রজাতির মাছের সম্ভাবনার নানা দিক উপস্থাপন করেন তিনি।
Advertisement
এসময় ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভুশি সিরাজগঞ্জের দুগ্ধজাত পণ্য ও তাঁতের তৈরি পণ্যসহ বিভিন্ন শিল্পের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সেইসঙ্গে যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবনায় সাড়া দিয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতাদের ইরানে গিয়ে বাণিজ্যিক আলোচনা করার জন্য আমন্ত্রণ জানান।
এসময় রাষ্ট্রদূতের স্ত্রী জারা চাভুশিসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালকরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এসআর/জেআইএম
Advertisement