বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে। অনুমোদিত কমিটির তালিকা প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাখ্যানের পর পদত্যাগ করেছেন আটজন। একইসঙ্গে সংবাদ সম্মেলন করে সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে।
Advertisement
কমিটি থেকে পদত্যাগকারীরা হলেন যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ও সায়েম রহমান সিয়াম, সদস্য এএইচ রিফাত, নাহিদ হোসেন, জালাল, মুশফিকুর রহমান, সাকিব হাসান ও মেহেদী হাসান।
শনিবার (৪ জানুয়ারি) শহরের খুলনা রোড মোড়ে আসিফ চত্বরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।
এসময় তারা অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার জুলাই বিপ্লবে যারা প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের বাদ দিয়ে আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
Advertisement
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বখতিয়ার হোসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার প্রধান সমন্বয়ক ইমরান হোসেন বলেন, সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে তাতে যোগ্য ব্যক্তিদের অবমূল্যায়ন করা হয়েছে। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি।
তিনি কেন্দ্রীয় কমিটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনারা ঢাকায় বসে কমিটি করেছেন। আপনাদের উচিত ছিল সাতক্ষীরায় যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তারাসহ সবার সঙ্গে সমন্বয় করে একটি বৈষম্যহীন কমিটি করা। আমরা চাইবো নতুন করে সবার সঙ্গে আলোচনা করে সংযোজন-বিয়োজন করে এই কমিটির সংস্কার করা হোক।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুশফিকুর রহমান বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার যে কমিটি ঘোষণা করা হয়েছে, তাতে ত্যাগী ও যোগ্য অনেককে রাখা হয়নি। বরং বৈষম্যবিরোধী কমিটিতে বৈষম্য করা হয়েছে। সাতক্ষীরায় যারা এই আন্দোলনের সূত্রপাত করেছিলেন, তাদের বাদ রেখে এই কমিটি দেওয়া হয়েছে।’
Advertisement
এসময় আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এএইচ রিফাত, সায়েম রহমান সিয়াম, মাসকুরা পারভীন মৌ প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইখতিয়ার উদ্দিন, মোল্লা মোহাম্মদ সাহাজুদ্দিন, তানজিদুর রহমান, সাকিব হাসান, রাকিব হাসান, মোমিনুর রহমান, তুহিন হোসেন রিয়াদ, মিজান রহমান, আনারুল ইসলাম সান, সামিউজ্জামান শ্রাবণ, মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, মেহেদী হাসান, তারিক ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সই করা পত্রে সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আরাফাত হোসাইনকে আহ্বায়ক ও সুহাইল মাহদীনকে সদস্য সচিব করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম