চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনে স্টপেজের দাবিতে বেনাপোল এক্সপ্রেস আটকে অবরোধ করেছে স্থানীয়রা। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রেলস্টেশনে প্রায় দুই ঘণ্টা চলে এ কর্মসূচি।
Advertisement
এ সময় আন্দোলনকারীরা ব্যানার ফেস্টুন নিয়ে দুইপাশের প্লাটফর্ম ও রেললাইনের ওপরে অবস্থান করেন। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি ফের ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
কর্মসূচিতে আলমডাঙ্গা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা নাগরিক কমিটির আহ্বায়ক সামসুল হক টুকু, সদস্যসচিব হাবিবুল করিম চঞ্চল, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।
হুসাইন মালিক/আরএইচ/জেআইএম
Advertisement