অর্থনীতি

বাংলাদেশে বিনিয়োগে ব্রিটিশদের প্রতি বিশেষ দূতের আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুতফে সিদ্দিকী ব্রিটিশ ব্যবসায়ীদের, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূতদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

Advertisement

তিনি বলেছেন, সরকার বিদেশি সরাসরি বিনিয়োগ আকর্ষণে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে।

আজ শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকে বিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ইউকে-বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া তিনদিনের সফরে বাংলাদেশে আসা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

Advertisement

বিশেষ দূত প্রতিনিধিদলকে ম্যাক্রো অর্থনৈতিক অগ্রগতি, বিনিময় হার, রিজার্ভ, রপ্তানি, বন্দর পরিচালনা হার প্রভৃতি সম্পর্কে অবহিত করেন এবং বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে জানান।

তিনি শ্রম সংস্কার, গার্মেন্টস খাত, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক সংস্কার যাত্রা নিয়ে প্রশ্নের উত্তর দেন।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের সম্পৃক্ততা এবং সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমরা ব্যবসার জন্য উন্মুক্ত। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। দয়া করে প্রশ্ন করে যান। দয়া করে এসে নিজ চোখে দেখে যান। আর যদি দেখে এবং শুনে ভালো লাগে, তাহলে দয়া করে এই বার্তাটি ছড়িয়ে দিন।

Advertisement

বৈঠকে বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমইউ/এমএইচআর/জেআইএম