দেশজুড়ে

দোকানঘরে পড়ে ছিল কিশোরের মরদেহ

যশোরের অভয়নগরে একটি দোকানঘরের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন ইকবাল হোসেনের নির্মাণাধীন মার্কেটের একটি দোকানঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নওয়াপাড়া রেলস্টেশন এলাকার সবুজ হোসেন বলেন, সকালে একটি আন্তঃনগর ট্রেন থেকে ছেলেটি নওয়াপাড়া স্টেশনে নামে। বাড়ির কথা জানতে চাইলে রংপুর থেকে এসেছে জানিয়ে ইকবাল হোসেনের মার্কেটের দিকে চলে যায়। দুপুরে শুনি ছেলেটি মারা গেছে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, মরদেহের পাশে কম্বল, কালো জ্যাকেট ও মাথায় দেওয়া একটি শীতের টুপি পড়ে ছিল। ১০-১২ বছর বয়সী ওই কিশোরের মৃত্যুর ঘটনা তাদের কাছে রহস্যজনক।

Advertisement

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কিশোরের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

মিলন রহমান/এসআর/জেআইএম