দেশজুড়ে

আমাদের সন্তানরা রক্ত দিয়ে ঋণী করে গেছেন: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এ অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে দেশের মানুষ জাতীয় ঐক্যের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের সন্তানরা রক্ত দিয়ে ঋণী করে গেছেন। এ রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।

Advertisement

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আরকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এখনো দেশকে অকার্যকর করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু কোনো লাভ নেই। বাংলার কোটি মানুষ জুলাই অভ্যুত্থানকে গ্রহণ করেছে। ওই আবু সাঈদ, মুগ্ধের মতো ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে দেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে আরও লাখ লাখ আবু সাঈদ-মুগ্ধরা আবার রক্ত দিয়ে তোমাদের মোকাবিলা করবে।

তিনি বলেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার। রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারা হবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত বিভাগ সংস্কার করা প্রয়োজন সেটার সংস্কার করা সম্ভব

Advertisement

মুক্তাগাছা উপজেলার আমির অধ্যাপক মো. শামছুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদের সঞ্চালনায় কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা দক্ষিণ মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় পরিষদ সদস্য ও ঢাকা উত্তর মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক ড. সামিউল হক ফারুকি, ময়মনসিংহ জেলার আমির আব্দুল করিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মুক্তাগাছা পৌর জামায়াতের আমির আফতাবুর রহমান আকন্দ প্রমুখ বক্তব্য দেন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম