অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ জনপ্রিয় লেখক কিঙ্কর আহ্সানের উপন্যাস ‘আরব’। বইটি প্রকাশ করছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। বইটির প্রচ্ছদ করেছেন সৈয়দ ফিদা হোসাইন।
Advertisement
লেখক বলেন, ‘আপনারা অনেকেই চেয়েছিলেন ‘আরব’ আসুক। তাই আসছে বইমেলা ২০২৫-এ ‘আরব’ বইটি প্রকাশিত হবে। কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় প্রকাশক কামরুল হাসান শায়ক ভাইকে।’
আরও পড়ুননিরাশ হয়েছি কিন্তু ভেঙে পড়িনি: অঞ্জন হাসান পবনবই থাকলে সভ্যতা-সংস্কৃতি টিকে থাকবে: শফিক হাসানকিঙ্কর আহ্সান নিয়মিত উপন্যাস ও ছোটগল্প লিখছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টিরও বেশি। তার উল্লেখযোগ্য বই হচ্ছে ‘মেঘডুবি’, ‘মধ্যবিত্ত’, ‘বিবিয়ানা’, ‘নীলডুমুর’ এবং ‘রঙিলা কিতাব’ প্রভৃতি।
বিজ্ঞাপন নির্মাণ, স্ক্রিপ্ট রাইটিং, ডকুমেন্টরি নির্মাণের পাশাপাশি লেখালেখি করেন নিয়মিত। তার রঙিলা কিতাব অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়। তবে সব কিছু ছাপিয়ে তিনি লেখক পরিচয়কেই সবচেয়ে বেশি ভালোবাসেন।
Advertisement
এসইউ/জেআইএম