আন্তর্জাতিক

আসছে সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক, ব্যবহার করা যাবে গাড়িতেও

জাপানের প্যানাসনিক হোল্ডিংস সম্প্রতি এমন এক ধরনের প্লাস্টিক উপকরণ উদ্ভাবন করেছে, যা সমুদ্রে জৈবভাবে ক্ষয়প্রাপ্ত হতে পারে। এটি এতটাই শক্ত যে, তা গাড়ির অভ্যন্তরীণ অংশ ও গৃহস্থালি সরঞ্জাম তৈরিতেও ব্যবহার করা যাবে। অনন্য এই উপকরণ আগামী দুই বছরের মধ্যে বাজারজাত করার পরিকল্পনা করছে জাপানি কোম্পানিটি।

Advertisement

বর্তমান জৈব ক্ষয়যোগ্য প্লাস্টিকগুলো সাধারণত পাতলা ও কম শক্তিশালী পণ্য, যেমন- ব্যাগ ও ড্রিংকিং স্ট্র তৈরি ব্যবহৃত হয়। তবে প্যানাসনিক উদ্ভিজ্জ তন্তু ও তেল থেকে প্রাপ্ত রেজিনের সমন্বয়ে এর দৃঢ়তা অনেকটা বৃদ্ধি করেছে। এই প্রযুক্তি উন্নয়নে তারা তাদের গাড়ির স্টেরিও ও নেভিগেশন সিস্টেম তৈরির অভিজ্ঞতা ব্যবহার করেছে।

আরও পড়ুন>> 

দূষণ কমাবে প্লাস্টিকখেকো ব্যাকটেরিয়া দেশে প্লাস্টিকের পুনর্ব্যবহার বাড়ছে মেঘে পৌঁছে গেছে প্লাস্টিক কণা, জানালেন জাপানের বিজ্ঞানীরা

উপকরণটির তাপ সহনশীলতা সীমিত হওয়ায় প্যানাসনিক এটি নির্দিষ্ট পণ্যেই ব্যবহার করার কথা ভাবছে। তবে এটি দৈনন্দিন ব্যবহার উপযোগী নানা পণ্য তৈরিতে সম্ভাবনার দরজা খুলে দেবে বলে আশা করা হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, এই প্লাস্টিক থেকে তৈরি একটি কাপ এক দিনের বেশি সময় পর্যন্ত পানি ধরে রাখতে সক্ষম।

Advertisement

প্যানাসনিকের এক কর্মকর্তা বলেন, এটি বিশ্বের প্রথম দিকের সমুদ্রে ক্ষয়যোগ্য উপকরণগুলোর একটি, যা একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী।

প্লাস্টিকটি জাপান বায়োপ্লাস্টিকস অ্যাসোসিয়েশন থেকে সমুদ্র-ক্ষয়যোগ্য উপকরণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পরীক্ষায় দেখা গেছে, এটি সমুদ্রের পানিতে দুই বছরের মধ্যে প্রায় ৯০ শতাংশ ক্ষয়প্রাপ্ত হয়।

প্যানাসনিকের পরিকল্পনা অনুযায়ী, এই উপকরণের দাম বাজারে প্রচলিত প্লাস্টিকের তুলনায় দেড় থেকে দুইগুণ বেশি হতে পারে।

জাপানে বায়োপ্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছে। সম্প্রতি স্টারবাকস কফি দেশটির ওকিনাওয়ার ৩২টি শাখায় জৈব ক্ষয়যোগ্য প্লাস্টিকের তৈরি স্ট্র চালু করছে এবং মার্চের মধ্যে সেটি জাপানের প্রায় ১ হাজার ৯০০ শাখায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Advertisement

গবেষণা সংস্থা গ্লোবাল ইনফরমেশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭৩৮ কোটি ডলারের জৈব প্লাস্টিক বাজার ২০৩০ সালের মধ্যে ১ হাজার ৬৯৬ কোটি ডলারে পৌঁছাবে।

সূত্র: নিক্কেই এশিয়াকেএএ/