খেলাধুলা

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা

৭২ রানে পাকিস্তান তুলে নিয়েছিল ৩ উইকেট। কিন্তু সফরকারী দলের সেই স্বস্তি টিকলো না। কেপটাউন টেস্টে রায়ান রিকেলটন আর টেম্বা বাভুমার জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথেই আছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে শেষ করেছে প্রথম দিন।

Advertisement

টস জিতে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম আর রিকেলটন উদ্বোধনী জুটিতে তোলেন ৬১ রান। সেখান থেকে ১১ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে পাকিস্তান। মার্করাম ১৭, উইয়ান মুল্ডার ৫ আর ত্রিস্তান স্টাবস আউট হন ০ রানেই।

চতুর্থ উইকেটে রিকেলটন আর বাভুমা ২৩৫ রানের বিশাল জুটিতে ফের পাকিস্তানকে কোণঠাসা করে দেন। বাভুমা ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে আউট হন ১০৬ রানে। ১৭৯ বলের ইনিংসে ৯টি চার আর ২টি ছক্কা হাঁকান প্রোটিয়া অধিনায়ক।

রিকেলটন আছেন ডাবল সেঞ্চুরির অপেক্ষায়। ২৩২ বল খেলে ১৭৬ রানে অপরাজিত এই ওপেনার, এখন পর্যন্ত ২১টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

Advertisement

পাকিস্তানের সালমান আগা ২টি আর মোহাম্মদ শাহজাদ ও খুররম শেহজাদ নিয়েছেন একটি করে উইকেট।

এমএমআর/এমএস