দেশজুড়ে

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিমকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে র‌্যাবের একটি দল ঢাকার দক্ষিণখান থেকে তাকে গ্রেফতার করে।

Advertisement

আনোরুজ্জামান তালুকদার নাদিমকে নিয়ে আসতে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাতেই ঢাকায় গেছে।

আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম উপজেলার বানাইচ গ্রামের মৃত মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তোতার ছেলে। তিনি আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে হত্যাসহ ১৪টি মামলা হয়েছে তার নামে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আনোয়ারুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। আমরা তাকে নিয়ে আসতে ঢাকায় এসেছি।

Advertisement

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, ঢাকায় আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম গ্রেফতার হয়েছেন। তাকে জয়পুরহাটে আনা হচ্ছে।

আল মামুন/আরএইচ/এএসএম