দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
Advertisement
একই সঙ্গে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
এর আগে ২০২২ সালের ১৪ মে কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে বখতিয়ার আহমেদ কচি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম