জাতীয়

গাঁজা নিয়ে ক্রেতার অপেক্ষায় কারবারি, ডিবির অভিযানে গ্রেফতার

রাজধানীর গাবতলী এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ সাজিদুল হক (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে গোয়েদা-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনজন মাদক কারবারি গাবতলী সংলগ্ন পর্বত সিনেমা হলের সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামসহ একটি চৌকস দল ওই স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি সাজিদুলকে গ্রেফতার করা হয়।

Advertisement

আরও পড়ুন চট্টগ্রামে আইনজীবী হত্যায় আরও ৮ জন গ্রেফতার

এডিসি যোবায়ের আরও জানান, এ সময় অপর দুজন পালিয়ে যায়। গ্রেফতারের সময় সাজিদুলের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এ ঘটনায় দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাজিদুল জানায়, পালিয়ে যাওয়া দুই ব্যক্তির কাছে গাঁজা বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন তিনি। সাজিদুল দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

টিটি/এসআইটি/জিকেএস

Advertisement