দেশজুড়ে

খুলনায় বেড়েছে শীত, ওঠেনি রোদ

খুলনায় শীতের তীব্রতা বেড়েছে। শুক্রবার ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন চারদিক। দুপুর ১২টা পর্যন্ত রোদের দেখা মেলেনি।

Advertisement

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও জানুয়ারিতে শীত জেঁকে বসতে পারে। এমন কুয়াশা আরও দু-তিনদিন থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ আসতে পারে। জানুয়ারিতে খুলনায় রাতের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ময়লাপোতা মোড়ে ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, আমার খাবারের ব্যবসা। আমি ভোর ৬টার পর দোকান খুলি। আজ বের হতে দেড়ি হয়েছে। তখনো কুয়াশায় কিছু দেখা যাচ্ছিলো না। শীতের কারণে রাস্তাঘাটে লোকজন কম।

Advertisement

রুপসা ঘাটের মাছ ব্যবসায়ী আমজাদ আলী জানান, তিনি ফকিরহাট থেকে পাইকারি মাছ বিক্রি করতে আসেন খুলনায়। আজ মাছ নিয়ে আসতে দেড়ি হয়েছে। কুয়াশার তীব্রতার কারণে গাড়িচালক ধীর ধীরে এসেছেন।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, খুলনাতে আজকের তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়রায় ছিল। আগামী দুই থেকে তিনদিন এ অবস্থা থাকতে পারে।

মো. আরিফুর রহমান/জেডএইচ/জিকেএস

Advertisement