বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বাংলাদেশের ভিসা যেন সোনার হরিণ, হতাশা বাড়ছে ভারতীয়দেরনতুন বছরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ায় জটিলতা আরও বেড়েছে। আগের মতো সহজে বাংলাদেশের ভিসা পাচ্ছেন না ভারতীয় নাগরিকরা। সংশ্লিষ্টরা বলছেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে ভিসার ওপর।
বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে টেসলাকে প্রায় ধরে ফেলেছে চীনা কোম্পানিবিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষস্থান দখলের প্রতিযোগিতায় মার্কিন কোম্পানি টেসলাকে প্রায় ধরে ফেলেছে চীনের বিওয়াইডি। ২০২৪ সালের ডিসেম্বরে কোম্পানিটি ২ লাখ ৭ হাজার ৭৩৪টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। এর ফলে তাদের বার্ষিক বিক্রি দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখে।
২০২৪ সালে যুক্তরাজ্যে বাড়ির দাম বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ২০২৪ সালে যুক্তরাজ্যের বাড়ির দাম বেড়েছে গড়ে ৪ দশমিক ৭ শতাংশ। ডিসেম্বরের শেষে দেশটিতে বাড়ির গড় মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৪২৬ পাউন্ড, যা বছরের শুরুর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। তবে, বাড়ির এই গড় মূল্য এখনো ২০২২ সালের গ্রীষ্মে ওঠা সর্বোচ্চ মূল্যের চেয়ে কম।
Advertisement
যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় নিহত বেড়ে ১৫, আইএসের পতাকা উদ্ধারযুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে একটি পিক আপ ট্রাক নিয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ৩৫ জন। এই ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। শামসুদ্দীন জব্বার নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক। নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে তিনি পিক নিয়ে হামলা চালান।
লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে সাইবারট্রাকে বিস্ফোরণ, হতাহত ৮যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় ১৫ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই লাস ভেগাসে অবস্থিত ট্রাম্প হোটেলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণের ঘটনায় গাড়িচালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।
নিউইয়র্কে নাইটক্লাবের বাইরে এলোপাতাড়ি গুলি, আহত ১০যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির কুইন্সে একটি নাইটক্লাবের বাইরে এলাপাতাড়ি গুলির ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাতে অ্যামাজুরা ইভেন্ট হলে এই হামলার ঘটনা ঘটে। আহতদের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। তবে তাদের কারও প্রাণ সংশয়ে নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
জার্মানিতে আতশবাজির বিশৃঙ্খলায় নিহত ৫, আহত বহু সেবাকর্মীনতুন বছর উদযাপনে জার্মানিতে আতশবাজির ব্যবহার নিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন জরুরি সেবায় নিয়োজিত বহু কর্মী। আতশবাজির ব্যক্তিগত ব্যবহার নিষিদ্ধ করার দাবির মধ্যেই দেশটিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো।
Advertisement
গাজা যুদ্ধে প্রায় ৯০০ ইসরায়েলি সেনা নিহতগাজায় সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।
আল-জাজিরার সম্প্রচার বন্ধ করলো ফিলিস্তিনি কর্তৃপক্ষকাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১ জানুয়ারি) এই আদেশ দেওয়া হয়। ‘উসকানিমূলক খবর’ প্রকাশের অভিযোগ এনে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত এডিএফ বিদ্রোহীদের হামলায় কঙ্গোর পূর্বাঞ্চলে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় বেশ কিছু সূত্র বুধবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। এর আগে ক্রিসমাসের সময় উত্তরাঞ্চলীয় কিভু প্রদেশে এডিএফের সিরিজ হামলায় ২১ জন নিহত হয়। ওই হামলার রেষ শেষ হতে না হতেই আবারও হামলার ঘটনা ঘটলো।
মন্টিনিগ্রোতে গোলাগুলির ঘটনায় শিশুসহ নিহত ১০মন্টিনিগ্রোর ছোট শহর সেটিঞ্জে একটি রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনায় শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আরও তিনটি পৃথক স্থানে গোলাগুলির খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
কেএএ/জেআইএম