দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৪৮ চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনেল-১ শাখার উপসচিব মো. সাইফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
Advertisement
আরও পড়ুন:
উন্নত সেবা নিশ্চিতে ৩০০ কোটি টাকা পাচ্ছে বিএসএমএমইউ বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু, শনাক্ত লাখের বেশিএতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার সার্ভিসের এসব চিকিৎসককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বদলিকৃত চিকিৎসকদের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। এছাড়া রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
Advertisement
এএএম/এমআরএম