থিসারা পেরেরাকে ধন্যবাদ জানাতেই পারেন তাসকিন আহমেদ। ঘন কুয়াশার মধ্যে টস জিতে তাসকিনের দল দূর্বার রাজশাহীকে প্রথম ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানালেন আজ ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন থিসারা পেরেরা। আর তাতেই ভেজা আবহাওয়া ও ঘন কুয়াশায় প্রথম বোলিংয়ের সুযোগ পেয়ে যান তাসকিন।
Advertisement
ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। ভেজা আবহাওয়া। সঙ্গে কনকনে বাতাস। ক্রিকেটীয় ভাষায় ‘সিমিং কন্ডিশন।’ ফাস্টবোলারদের উপযোগি পরিবেশ। বাড়তি গতি, বাউন্স আর ম্যুভমেন্ট বা সুইং করানোর আদর্শ পরিবেশ।
এমন পরিবেশে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার কথা যে কোনো অধিনায়কের; কিন্তু বৃহস্পতিবার ভর দুপুরে কুয়াশা ভেজা আবহাওয়ায় সবাইকে অবাক করে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ঢাকার লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরা। আর সেই ভেজা আবহাওয়ায় প্রথম বোলিং পেয়েই আরও বেশি জ্বলে উঠলেন তাসকিন আহমেদ।
ঘন কুয়াশায় ঢাকা পরিবেশে আগে বোলিং করার সুযোগটা পুরো কাজে লাগিয়ে আগুন ঝরালেন তাসকিন। প্রচন্ড গতির সাথে বাড়তি বাউন্স আর সুইং দুই’ই আদায় করলেন। যা সামলাতে পারেননি ঢাকা ক্যাপিটালস ব্যাটাররা।
Advertisement
ঢাকার ব্যাটিং স্তম্ভ লিটন দাসকে দিয়েই ধ্বংসযজ্ঞের শুরু তাসকিনের। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আঘাত তাসকিনের। অফস্ট্যাম্পের বাইরে এক স্বপ্নের ডেলিভারি ছিল সেটা। ঠিক অফস্ট্যাম্প বরাবর ফুললেন্থ আর থ্রি কোয়ার্টার লেন্থের মাঝখানে পড়ে স্বাভাবিকের চেয়ে দ্রুত গতি আর বাড়তি উচ্চতায় লাফিয়ে লিটন দাসের ব্যাটের ওপরের অংশ ছুঁয়ে বল চলে গেল প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াসির আলীর হাতে।
সেই শুরু। তারপর যেন আরও উজ্জীবিত, অনুপ্রাণিত তাসকিন। বলের ধার বেড়ে গেল। খেলা শেষে সেটাও জানিয়ে দিলেন, ‘লিটন দাসকে আউট করেই খুব আনন্দ লাগছিল। দারুন এক ডেলিভারি ছিল সেটা। লিটন আউট হলো। আনপ্লেয়েবল ডেলিভারি ছিল। মানে যে কোনো ব্যাটারের ওইখানে ব্যাট দিতেই হতো এবং নিয়ে গেছে। এ রকম উইকেটে ক্যারি করলে ফাস্ট বোলাররা একটু বাড়তি বুস্টআপ হয়। আমিও অনুপ্রাণিত হই। পরের উইকেটগুলোও গুরুত্বপূর্ণ। তবে প্রথম উইকেটটা বেশি।’
প্রথম বোলার হিসেবে বিপিএলে ৭ উইকেট শিকারের দূর্লভ কৃতিত্বর অধিকারি হলেন। কখনো ভেবেছিলেন, ৪ ওভারে ৭ উইকেট নিতে পারবেন? শুনে অবাক হবেন, তাসকিন ভেবেছিলেন। তার আশা ছিল ৭ উইকেট পাওয়ার। খেলা শেষে সংবাদ সন্মেলনে কথা বলতে এসে সেটাই জানালেন তাসকিন।
‘ভাবছি। আসলে না ভাবলে হইতো না। হ্যাঁ, উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয়; কিন্তু আমি খুশি যে আমি আলহামদুল্লিলাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সকিউট সেটা হচ্ছে। আজকে একটা মজার বিষয় ছিল যে, আমাদের টিমের মেসোয়ার আনোয়ার বলতেছিল যে, ভাইয়া আজকে তুমি চার উইকেট পাবা। আমি বললাম, চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা, ৮ উইকেটও তো হইতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুল্লিলাহ সো ফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি। ভালো লাগতেছে।’
Advertisement
এআরবি/আইএইচএস