জাতীয়

এলপিজির দাম জানুয়ারিতেও অপরিবর্তিত থাকবে

সারাদেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, গত ডিসেম্বরের মতো নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেও এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, জানুয়ারিতেও প্রতি ১২ কেজির এলপিজি সিলিন্ডারকে কিনতে গ্রাহককে এক হাজার ৪৫৫ টাকা গুনতে হবে।

Advertisement

এর আগে গত ডিসেম্বরে দাম পরিবর্তন না হওয়ায় নভেম্বর থেকেই ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৪৫৫ টাকায় কিনতে হচ্ছে। এ দাম জানুয়ারিতেও বহাল থাকবে। নভেম্বরে এক হাজার ৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১২ কেজির এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল এক হাজার ৪৫৫ টাকা। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জানুয়ারি মাসের জন্য এলপিজির এ দাম ঘোষণা করে বিইআরসি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আরও পড়ুন

Advertisement

বাধ্য না হলে বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়াবো না: উপদেষ্টা ১২ কেজি এলপিজির দাম কমলো ১ টাকা

বিইআরসি সচিব ব্যারিস্টার খলিরুর রহমানের সই করা এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ এলপিজি গ্যাসের দাম কেজিপ্রতি ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম কেজিপ্রতি ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ৬৬ টাকা ৭৮ পয়সা, যা আগে ছিল ৬৬ টাকা ৮১ পয়সা।

২০২৪ সালে চার দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, বিপরীতে বাড়ানো হয়েছিল সাত দফা। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে বছরের শেষ মাস ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। সাধারণত ১২ কেজির এলপিজি সিলিন্ডার গৃহস্থালির কাজে বেশি ব্যবহৃত হয়।

Advertisement

এনএস/এমকেআর