বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষস্থান দখলের প্রতিযোগিতায় মার্কিন কোম্পানি টেসলাকে প্রায় ধরে ফেলেছে চীনের বিওয়াইডি। ২০২৪ সালের ডিসেম্বরে কোম্পানিটি ২ লাখ ৭ হাজার ৭৩৪টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। এর ফলে তাদের বার্ষিক বিক্রি দাঁড়িয়েছে ১ কোটি ৭৬ লাখে।
Advertisement
বিওয়াইডি জানিয়েছে, গ্রাহকদের আকৃষ্ট করতে দেওয়া ছাড় ও সরকারি ভর্তুকি তাদের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
টেসলা বনাম বিওয়াইডি২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে বিওয়াইডি আয়ের দিক থেকে টেসলাকে ছাড়িয়ে যায়। কোম্পানিটি জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ২০০ কোটি ইউয়ান আয় করে, যা টেসলার একই প্রান্তিকের ২৫ দশমিক ২ বিলিয়ন ডলারের তুলনায় বেশি। তবে বৈদ্যুতিক গাড়ি বিক্রির সংখ্যায় টেসলা এখনো এগিয়ে রয়েছে।
আরও পড়ুন>>
Advertisement
বৃহস্পতিবার (২ জানুয়ারি) নিজেদের চতুর্থ প্রান্তিকের গাড়ি বিক্রির তথ্য প্রকাশ করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন টেসলা। গত প্রান্তিকে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে তারা শীর্ষস্থানে থাকলেও বিওয়াইডি সেই ব্যবধান দ্রুত কমিয়ে আনছে।
২০২৪ সালে বিওয়াইডির গাড়ি বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষত, তাদের হাইব্রিড গাড়ি বিক্রিই এই প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে।
চীনের বাজারে বিওয়াইডির আধিপত্যচীনের অভ্যন্তরীণ বাজারে বিওয়াইডি তাদের ৯০ শতাংশ গাড়ি বিক্রি করেছে। এই বাজারে তারা বিদেশি ব্র্যান্ড, যেমন- ভক্সওয়াগন ও টয়োটাকে ছাড়িয়ে গেছে। বাজারে গাড়ির দাম কমা এবং বৈদ্যুতিক গাড়ি কিনতে সরকারি ভর্তুকি চীনা গ্রাহকদের আকৃষ্ট করেছে।
বিওয়াইডির এই উত্থান যেখানে চীনের বাজারে দৃঢ় অবস্থান তৈরি করেছে, সেখানে কিছু পুরোনো গাড়ি নির্মাতা পশ্চিমা বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
Advertisement
গত ডিসেম্বরে জাপানের হোন্ডা ও নিসান একীভূতকরণের আলোচনা নিশ্চিত করেছে, যাতে তারা চীনা গাড়ি নির্মাতাদের প্রতিযোগিতার মোকাবিলা করতে পারে। একই মাসে, ভক্সওয়াগন জার্মানিতে কারখানা বন্ধের ঝুঁকি এড়াতে একটি ট্রেড ইউনিয়নের সঙ্গে চুক্তি করেছে।
বিদেশি বাজারে চ্যালেঞ্জবিদেশি বাজারে অবস্থান সুদৃঢ় করতে চাইলেও বিওয়াইডি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। ইউরোপীয় ইউনিয়ন চীনের বৈদ্যুতিক গাড়ির আমদানিতে ৪৫ দশমিক ৩ শতাংশ শুল্ক আরোপ করেছে। একইভাবে, যুক্তরাষ্ট্রে চীনা গাড়ির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ হয়েছে।
ব্রাজিলের বৃহত্তম বাজারে বিওয়াইডি সম্প্রতি একটি কারখানা নির্মাণ প্রকল্পে বাধার সম্মুখীন হয়েছে। সেখানে শ্রমিকদের অমানবিক অবস্থায় কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এরপর বিওয়াইডি সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং ব্রাজিলের আইন মেনে চলার অঙ্গীকার করেছে।
সূত্র: বিবিসিকেএএ/