বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম বোলার হিসেবে ইনিংসে ৭ উইকেট শিকার করলেন তাসকিন আহমেদ।
Advertisement
তার ইতিহাসগড়া বোলিংয়ের পরও অবশ্য ৯ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালস। অর্থাৎ জিততে হলে দুর্বার রাজশাহীকে করতে হবে ১৭৫।
কুয়াশাচ্ছন্ন দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। শুরুতেই তারা খায় বড় ধাক্কা। তাসকিন আহমেদের দুর্দান্ত এক বাউন্সে ব্যাট পেতে দিয়ে লিটন দাস ফেরেন ৫ বলে ০ করে।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও তুলে নেন তাসকিনই। তামিম ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ১০ বলে ফেরেন ৯ করে। ১৪ রানে ২ উইকেট হারায় ঢাকা।
Advertisement
সেখান থেকে স্টিফেন এসকিনাজি আর শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা। ২৯ বলে ৪৬ করে আউট হন এসকিনাজি, দিপু ৪১ বলে ৭ বাউন্ডারিতে করেন ৫০।
এছাড়া থিসারা পেরেরা ৯ বলে ২১, শুভম রানজান ১৩ বলে ২৪ এবং আলাউদ্দিন বাবুর ব্যাট থেকে আসে ৯ বলে ১৩ রান।
তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৭টি উইকেট। বিপিএল ইতিহাসে এটিই কোনো বোলারের সেরা বোলিং।
এমএমআর/জিকেএস
Advertisement