আন্তর্জাতিক

আল জাজিরার সম্প্রচার বন্ধ করলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১ জানুয়ারি) এই আদেশ দেওয়া হয়। ‘উসকানিমূলক খবর’ প্রকাশের অভিযোগ এনে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর এএফপির।

Advertisement

বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি ফিলিস্তিনে আল-জাজিরা চ্যানেলের সম্প্রচার ও এর কার্যালয়ের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, পুনরায় কার্যক্রম চালানোর নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সাংবাদিক, কর্মচারী, ক্রু এবং অনুমোদিত চ্যানেলের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে ভুল তথ্য, উসকানিমূলক বিষয়বস্তু এবং প্রতিবেদন সম্প্রচারের কারণে আল জাজিরার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২ যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় নিহত বেড়ে ১৫, আইএসের পতাকা উদ্ধার যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে ঢুকে গেলো গাড়ি, নিহত ১০

এদিকে আল জাজিরার এক কর্মী এএফপির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করেছেন যে রামাল্লায় তাদের কার্যালয় বন্ধ রাখতে বুধবার একটি নির্দেশনা পাঠানো হয়েছে। তবে আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

টিটিএন