রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবার জজ কোর্টেও জামিন পাননি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
Advertisement
এবার তার পক্ষে শুনানিতে আদালতে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্টের ১১ আইনজীবী। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি বলেন, ‘আজ মহানগর দায়রা জজ কোর্টে কোতোয়ালি থানার রাষ্ট্রদ্রোহের মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। আজ তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেছেন।'
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘চিন্ময় দাসের মামলার আজ ধার্য তারিখে জামিন শুনানি হয়েছে। আসামিপক্ষে আইনজীবীরা ছিলেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে। যেহেতু এটি রাষ্ট্রদ্রোহিতার মামলা তাই হয়তো আদালত জামিন দেননি।’
Advertisement
সূত্র জানিয়েছে, আজ চিন্ময় দাসের জামিন শুনানিতে ‘সম্মিলিত সনাতনী জাগরণ জোট’র নেতা অ্যাডভোকেট অপূর্বকুমার ভট্টাচার্যের নেতৃত্ব সুপ্রিম কোর্টের ১১ আইনজীবী শুনানিতে এসেছিলেন। চিন্ময় দাসের প্রথম আইনজীবী শুভাশিস শর্মা পুলিশের ওপর হামলার মামলায় আসামি হয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
আরও পড়ুন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর চিন্ময় বহিষ্কৃত, তার কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন আটকে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণকে বহন করা প্রিজন ভ্যানজানা যায়, গত ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। এ মামলায় ২৫ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। ওইদিন তাকে কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তার পক্ষে জামিন আবেদন করা হলেও মহানগর হাকিম আদালত তার জামিন নামঞ্জুর করেন।
ওইদিন চিন্ময় সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পুলিশ ও আইনজীবীর ওপর হামলা চালায়। ওইদিন চিন্ময় সমর্থকরা সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে খুন করে।
Advertisement
পরে গত ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের ফের জামিন শুনানির দিন ধার্য থাকলেও ওইদিন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। যে কারণে আদালত জামিন শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেন।
এমডিআইএইচ/বিএ/এএসএম