জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত এডিএফ বিদ্রোহীদের হামলায় কঙ্গোর পূর্বাঞ্চলে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। স্থানীয় বেশ কিছু সূত্র বুধবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। এর আগে ক্রিসমাসের সময় উত্তরাঞ্চলীয় কিভু প্রদেশে এডিএফের সিরিজ হামলায় ২১ জন নিহত হয়। ওই হামলার রেষ শেষ হতে না হতেই আবারও হামলার ঘটনা ঘটলো।
Advertisement
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রদেশের দুই স্থানে মঙ্গল এবং বুধবার রাতে নতুন করে হামলা চালানো হয়েছে। ব্যাপের সেক্টরের এক স্থানীয় কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিদ্রোহীরা বিলেনদু গ্রামে কমপক্ষে আটজনকে হত্যা করেছে। বেশ কিছু স্থানীয় সূত্রও এএফপিকে একই সংখ্যা নিশ্চিত করেছে।
ওই একই সূত্রগুলো জানিয়েছে, মাঙ্গোয়া গ্রামে বিদ্রোহীরা কমপক্ষে চারজনকে হত্যা করেছে। দুই স্থানেই আগুন ধরে বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
উগান্ডাভিত্তিক এডিএফ (এলাইড ডেমোক্র্যাটিক ফোর্স) ১৯৯০ সালের মাঝামাঝি থেকেই কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় হয়ে ওঠে। সেখানে তাদের যোদ্ধারা কয়েক হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
Advertisement
এর আগেও এডিএফের বেশ কিছু হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে। এর আগে ২০২১ সালে উগান্ডা এবং কঙ্গো যৌথভাবে এডিএফের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
টিটিএন