চলতি শীত মৌসুমে সারাদেশের পাশাপাশি রাজধানীতেও শীতের প্রকোপ বেড়েছে। ভোর থেকে ঢাকার বিভিন্ন স্থানে দেখা গেছে ঘন কুয়াশা। সকাল ১০টার পরও নগরীর কিছু স্থানে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। পুরো রাজধানীতে জেঁকে বসেছে শীত।
Advertisement
কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও। তবে আজকের পরিস্থিতি অন্য দিনের চেয়ে ভিন্ন। শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে অফিসমুখী হয়েছেন নগরের মানুষজন।
আরও পড়ুন হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিসআবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশকি ৮ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, বুধবার ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। অন্যদিকে ঘন কুয়াশার কারণে শীত বেশি দেখা যাচ্ছে। আগামীকালও একই অবস্থা থাকতে পারে।
Advertisement
আরএএস/এমআইএইচএস/এএসএম