আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় নিহত বেড়ে ১৫, আইএসের পতাকা উদ্ধার

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে একটি পিক আপ ট্রাক নিয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ৩৫ জন। এই ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। শামসুদ্দীন জব্বার নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক। নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে তিনি পিক নিয়ে হামলা চালান। খবর বিবিসির।

Advertisement

এদিকে এফবিআই জানিয়েছে, ওই পিক আপের ভেতর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উদ্ধার করা হয়েছে। তারা এই হামলাকে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবেই তদন্ত করছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই সন্দেহভাজন ব্যক্তি হামলা চালানোর কয়েক ঘন্টা আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। সেখানে ইঙ্গিত পাওয়া গেছে যে, তিনি আইএস কর্মকাণ্ডে অনুপ্রাণিত ছিলেন এবং ‘হত্যাকাণ্ডের’ প্রতিও তার আগ্রহ তৈরি হয়েছিল।

এর আগে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ঢুকে পড়ে। পরে ট্রাকটির চালক নেমে এসে এলোপাতাড়ি গুলি চালিয়েছেন। এই ঘটনায় পুলিশও পাল্টা গুলি ছুড়েছে।

Advertisement

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে ঢুকে গেলো গাড়ি, নিহত ১০ মন্টিনিগ্রোতে গোলাগুলির ঘটনায় শিশুসহ নিহত ১০ আতশবাজির ঝলকানি-শব্দে প্রাণ হারায় শত শত পশুপাখি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, পুরো ঘটনা সম্পর্কে এফবিআই তাকে সব তথ্য জানিয়েছে। নিউ অরলিন্সের এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

টিটিএন